কমলগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২০
০৭:২০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২০
০৭:২০ অপরাহ্ন
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধতা ঘোষনা করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন মীর নাহিদ আহসান তাদের মনোনয়ন বৈধতা দেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধতার সতত্যা নিশ্চিত করেন।
বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম ।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ‘ ২ জন প্রার্থীর আপিল বৈধ হয়েছে। তবে আমরা লিখিত কোন নির্দেশনা পাইনি, মৌখিকভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। তারা আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে গত ২০ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো।
এতে ৪ মেয়র প্রার্থী, ৩১ জন কাউন্সিলর প্রার্থী ও ১১ জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে ২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র গত ২২ ডিসেম্বর যাছাই বাছাইকালে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাতিল করেন।
এরই প্রেক্ষিতে বাতিলকৃত প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর আপিল করেন।
এস ডি/ বি এন-০২