সিলেট মিরর ডেস্ক
                        জানুয়ারি ০৩, ২০২১
                        
                        ০৩:৩২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
                        
                        ০৩:৩২ পূর্বাহ্ন
                             	
                        
            
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে বলে জানা গেছে।
মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বলেন, ‘৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে অসুস্থ হয়ে পড়া স্যারকে (মওদুদ) নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি বলেন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে থাকায় বিএনপি নেতার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে। দুই-তিন দিনের মধ্যে চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারেন।
মমিনুর রহমান জানান, হাসপাতালে মওদুদের করোনাভাইরাস পরীক্ষা করা হলেও তাতে ফলাফল নেগেটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন বলে জানান মমিনুর রহমান।
বিএ-০৭