সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৫, ২০২১
০৬:২২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৫, ২০২১
০৯:৫০ অপরাহ্ন
বিমা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি ওষুধ খাতের শেয়ারের দাম কমায় টানা সাত কার্যদিবস পর মঙ্গলবার (৫ জানুয়ারি) পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে। তবে এই মূল্য সংশোধনের দিনেও ব্যাংক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
নতুন তালিকাভুক্ত কোম্পানি রবির পাশাপাশি বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোল সিমেন্ট এবং সিটি ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। ফলে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে ডিএসইর লেনদেন।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ ৬ হাজার টাকা। এর আগে ২০১০ সালের ১৫ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭৩ কোটি ৬০ লাখ টাকা। যা ১০ বছর ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
মঙ্গলবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি আজিয়াটা লিমিটেডের। নতুন তালিকাভুক্ত এই কোম্পানির ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। এদিন তাদের ১৬৪ কোটি ৭৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও বেক্সিমকোর লেনদেন হয়েছে ১৩৭ কোটি ১২ লাখ টাকা। আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১১৬ কোটি ৭৯ লাখ টাকার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দুই বাজারেই সূচক উঠানামার মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। এরপর ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়াকে কেন্দ্র করে সূচক বাড়তে থাকে। সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সময়ে সূচক ১৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩১ পয়েন্টে দাঁড়ায়।
তারপর বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানি বেক্মিমকো ফার্মা এবং বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম কমতে শুরু করে। তারই ধাক্কায় ওষুধ খাতের প্রায় সব শেয়ারের দাম কমেছে। এ খাতের তালিকাভুক্ত ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৭টি কোম্পানির আর দাম কমেছে ২০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এদিকে ওষুধ খাতের পর মূল্যসংশোধনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমা খাতে। এ খাতের ৪৯টি কোম্পানির মধ্যে দাম কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানির শেয়ারের দাম একইভাবে কমেছে।
ফলে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৪২পয়েন্ট কমে ৫ হাজার ৬০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচক ডিএসই-৩০ সূচক ১৯পয়েন্ট কমেছে আর ডিএসইএস সূচক কমেছে ৩২ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ১৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ারের দাম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৩৭ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৪৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
এএফ/০৭