আগামী ১২ ঘন্টায় কমবে রাতের তাপমাত্রা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৯, ২০২১
০৫:৩৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২১
০৫:৩৮ অপরাহ্ন



আগামী ১২ ঘন্টায় কমবে রাতের তাপমাত্রা

কথায় আছে- মাঘের শীতে বাঘ পালায়। মাঘের আগমনীতে পৌষের শেষ দিকে কমতে পারে তাপমাত্রার পারদ। বিশেষ করে আগামী ৭২ ঘণ্টার শেষ দিকে কমবে রাতের তাপমাত্রা।

আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

বি এন-০৫