ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১১, ২০২১
১২:৫৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১১, ২০২১
১২:৫৭ অপরাহ্ন



ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন জেলা জজ আদালতের জারিকারক রুহুল আমিন ও আব্দুস সোবাহান। 

সোমবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার দুজন সরকারি কাজে পীরগঞ্জ গিয়েছিলেন বলে জানা গেছে।

রুহুল আমিন সদর উপজেলার সালের দেওয়াও গ্রামের মৃত ফয়সাল আমিনের এবং আব্দুস সোবাহান আকচা কাজীপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। দুজনের মধ্যে আব্দুস সোবহান সদ্য অবসরপ্রাপ্ত বলে জানা গেছে।

পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী  দ্রুতযান এক্সপ্রেস পীরগঞ্জ স্টেশনের পৌঁছার আগেই রেল ক্রসিং পারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বলেন, সকালে হালকা কুয়াশা ছিল। ট্রেন যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী পার হচ্ছিলেন। এ সময় ধাক্কা লাগলে ওই দুজন প্রাণ হারায়।

গেটম্যান বা ট্রেন যাওয়ার সময় এখানে দায়িত্বরত লোক থাকলে এমন ঘটনা ঘটত না বলে জানান তিনি।

দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে বলে জানান পীরগঞ্জ স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম।

বিএ-০২