সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১২, ২০২১
০৬:৪০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আর অতি সংক্রামক নতুন ধরনের (স্ট্রেইন) মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে সাড়ে ১৯ লাখ মৃত্যু দেখল বিশ্ব।
ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার ২১২ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা প্রায় ১৯ লাখ ৫৩ হাজারে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৫ লাখ সাড়ে ৭৮ হাজারের মতো যা আগের দিনের চেয়ে কিছুটা কম। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ১৩ লাখ ১৬ হাজারের মতো।
এর মধ্যে গত ৭ জানুয়ারি বৈশ্বিক সংক্রমণ ৮ লাখ ৩৩ হাজার ৯৭৬ জনে স্পর্শ করে যা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ। গত ৩০ ডিসেম্বর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়।
করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ সাড়ে ১৪ হাজার শনাক্ত এবং প্রায় সাড়ে ১৯শ’ মানুষের মৃত্যু হয়েছে।
বিএ-০৪