প্রস্তুতি সম্পন্ন, জগন্নাথপুরে রাত পোহালেই ভোট

আলী আহমদ, জগন্নাথপুর


জানুয়ারি ১৬, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৬, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন



প্রস্তুতি সম্পন্ন, জগন্নাথপুরে রাত পোহালেই ভোট

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১৫ জানুয়ারি) প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে উৎসবের পাশাপাশি উত্তাপও ছড়াচ্ছে বেশ। সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জগন্নাথপুর পৌরসভার ভোটার ২৮ হাজার ৬শ ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২শ ৫০ জন। মোট ভোটকেন্দ্র ১২টি। নির্বাচনের দায়িত্বে থাকবেন ১০ জন ম্যাজিস্ট্রেট, ১২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৫০ জন পোলিং কর্মকর্তা। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি ৯ জন করে আনসার সদস্য দায়িত্বপালন করবেন। এছাড়া র‌্যাব, বিজিবিসহ পুলিশের তিন প্লাটুন স্ট্রাইকিং ফোর্স থাকবে নির্বাচনী দায়িত্বে। 

পৌরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আব্দুল মনাফ মেয়র নির্বাচিত হন। গতবছরের ১১ জানুয়ারি মেয়র আব্দুল মনাফ মৃত্যুবরণ করলে তার শূন্যপদে গত ১০ অক্টোবর উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিমকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। দায়িত্বগ্রহণের দেড়মাসের মাথায় ফের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা), বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার (চামচ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজাদ আলী শফিক (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী বিঞ্চু রায় (জগ)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এদিকে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তারের মধ্যে ভোটের লড়াই জমে উঠবে- এমন আভাস পাওয়া গেছে ভোটারদের নিকট থেকে।

জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, 'জগন্নাথপুরে আগামীকাল প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি।'

 

এএ/আরআর-০১