নরওয়েতে ‘টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায়’ ১৩ জনের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৬, ২০২১
০৪:৩৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৬, ২০২১
০৮:৪২ অপরাহ্ন



নরওয়েতে ‘টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায়’ ১৩ জনের মৃত্যু

ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন এমন ২৩ জনের মৃত্যু হয়েছে নরওয়েতে। এর মধ্যে ১৩ জন বয়স্ক ব্যক্তি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মারা গেছেন বলে জানিয়েছে দেশটি।

নরওয়ের মেডিসিন এজেন্সিকে উদ্ধৃত করে দ্য সান এবং আনাদোলু এজেন্সি জানিয়েছে, ১৩ জনের সবার বয়স ৮০ বছরের উপরে। বাকি ১০ জন কী কারণে মারা গেছেন সেটি পরিষ্কার নয়।

দেশটির ওষুধ সংস্থার কর্মকর্তারা বলছেন, ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন নেয়ার পর জ্বর, বমি-বমি ভাব দেখা দিচ্ছে। এটি কারো কারো (বয়স্ক রোগী) ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে।

এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্টেইনার ম্যাডসেন জানিয়েছেন, এই ১৩ জনের মধ্যে ৯ জনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। সাতজনের সমস্যা কিছুটা কম ছিল।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি থেকে ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদনের পরপর নরওয়ে কর্মসূচি শুরু করে। এখন পর্যন্ত ৩৩ হাজার মানুষ সেখানে টিকা নিয়েছেন।

দেশটিতে নতুন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৭৩৬ জন। মারা গেছেন ৫১১ জন।

বি এন-০৫