সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২১
০৭:২৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০৭:২৯ অপরাহ্ন
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়িতে গুলি চালিয়ে দুই নারী বিচারককে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ হামলা চালায়।
পুলিশ এক বিৃবতিতে হামলা ও হতাহতের বিষয়টি জানালেও বিস্তারিত কিছু বলেনি।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত দুই নারী বিচারক। আহত দুজনের একজন গাড়িটির চালক।
তাৎক্ষণিক তালেবান, আইএস কিংবা অন্য কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
বিএ-০৭