করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ কোটি ছাড়াল

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৮, ২০২১
০৩:২০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৮, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন



করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ কোটি ছাড়াল

করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) আর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বৈশ্বিক সংক্রমণ সাড়ে নয় কোটি ছাড়িয়েছে। মৃত্যু ২০ লাখ ৪০ হাজার ছোঁয়ার পথে।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৩২ হাজার ২৩৫ রোগী শনাক্তে মোট সংক্রমণ ৯ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে আরও ৯ হাজার ১৫১ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৬৯২ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ কোটি ৮১ লাখ ৭০ হাজারের বেশি রোগী।

সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ লাখ ৭৪ হাজার ৫৬০ রোগী শনাক্ত এবং ১ হাজার ৮৪৬ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে মোট সংক্রমণ ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ২০২ জন।

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ হাজার ৫৯৮ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ৬৭১ জন।

বিএ-০৬