শপথ নিতে ক্যাপিটলে বাইডেন-হ্যারিস

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২০, ২০২১
১১:৩২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২১
১১:৩২ অপরাহ্ন



শপথ নিতে ক্যাপিটলে বাইডেন-হ্যারিস

♦ বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের শপথ নেবেন জো বাইডেন

আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নতুন এক অধ্যায়ের যাত্রা শুরুর শপথ নিতে দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সস্ত্রীক পৌঁছেছেন জো বাইডেন। শপথ অনুষ্ঠানের অন্যান্য অতিথিরাও সেখানে পৌঁছাতে শুরু করেছেন। ইতোমধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা ক্যাপিটলে পৌঁছেছেন। 

ট্রাম্পের উগ্রপন্থী সমর্থকদের সহিংসতার আশঙ্কায় হাজার হাজার সৈন্যের উপস্থিতিতে সামরিক ঘাঁটিতে রূপ নেয়া ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের পেছনে সুউচ্চ মঞ্চে বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের শপথ নেবেন জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তাদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে গোটা ক্যাপিটল এলাকায়।

অনুষ্ঠানে বাইডেন-হ্যারিসের সঙ্গে রয়েছেন তাদের জীবনসঙ্গী জিল বাইডেন এবং ডগ এমহফ।

পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও।

ইতোমধ্যেই পাকাপোক্তভাবে হোয়াইট হাউস ছেড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বুধবার সকালে ট্রাম্প এবং মেলানিয়াকে নিতে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এতে চড়ে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প ও মেলানিয়া।

সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এএফ/