গোলাপগঞ্জে ঘর পেল ৭৭টি ভূমিহীন পরিবার

গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২৩, ২০২১
১১:০৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
১১:০৭ অপরাহ্ন



গোলাপগঞ্জে ঘর পেল ৭৭টি ভূমিহীন পরিবার

সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে গোলাপগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খায়রুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মনজুর সাফি চৌধুরী এলিম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাছান, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, এমসি একাডেমীর অধ্যক্ষ সুজিত তালুকদার, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদেজা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মামুনুর রশীদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম তুহিন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী ও ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা নাজিমুল হক লস্কর, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ,  গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মেহেদি হাছান প্রমুখ।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে গোলাপগঞ্জের ৭৭টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জমি ও গৃহের দলিল এবং শীতবস্ত্র কম্বল তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মতিন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রতন মনি চন্দ। ঘর হস্তান্তর শেষে মোনাজাত করেন মুফতি মিজানুর রহমান।

 

এফএম/আরআর-১৭