সিলেটে হত্যাকান্ডের ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৬, ২০২৫
০৪:০৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২৫
০৪:১৩ অপরাহ্ন



সিলেটে হত্যাকান্ডের ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটে হত্যাকান্ডের ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


সিলেটের কোম্পানীগঞ্জের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদসর‌্যা। হত্যাকান্ডের ১৪ বছর পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না তার, ধরা পড়লেন র‌্যাবের জালে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল বুধবার (৫ নভেম্বর) রাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮) কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে।

র‌্যাব বলছে, তিনি ২০১১ সালে কোম্পানীগঞ্জের একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি ছিলেন। আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জিসি / ০৫