বালাগঞ্জে ১৪০ পরিবারের ঠাই হলো 'স্বপ্ননীড়ে'

বালাগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২৩, ২০২১
১১:২৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২১
১১:২৩ অপরাহ্ন



বালাগঞ্জে ১৪০ পরিবারের ঠাই হলো 'স্বপ্ননীড়ে'

সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভূমিহীন পরিবারগুলোর ঠাই হচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণ করা বাড়ি ‘স্বপ্ননীড়ে’। আজ শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উপকারভোগীদের মধ্যে বাড়ি হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বালাগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ মন্ডল বলেন, প্রধানমন্ত্রীর উপহারের নিজস্ব ঠিকানা ‘স্বপ্নের নীড়’ পাচ্ছেন বালাগঞ্জ উপজেলার ৮৭৫টি পরিবার। আজ প্রথম ধাপে ১৪০টি পরিবারের মধ্যে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। বাকি ঘরগুলোও নির্মাণের প্রক্রিয়া চলছে।

তারা আরও বলেন, দেশের বিপুলসংখ্যক ভূমিহীন-গৃহহীন মানুষকে নিজস্ব ঠিকানা অর্থাৎ জমির মালিকানাসহ সরকারি খরচে বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সামনে আরেকটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। প্রতিটি ঘর নির্মাণে খরচ হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে দু’টি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম রাখা হচ্ছে।

শনিবার সকালে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা এলজিইডি প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জুনেদ মিয়া, প্রচার সম্পাদক নাসির মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তার আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল প্রমুখ।

 

এসএ/আরআর-১৯