সিলেটে সাওল হার্ট সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৪, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন



সিলেটে সাওল হার্ট সেন্টার উদ্বোধন

বিশ্বের বৃহত্তম নন-সার্জিক্যাল চেইন হার্ট কেয়ার সেন্টার-সাওল হার্ট সেন্টার লিমিটেডের শততম শাখা চালু হয়েছে সিলেটে। এটি বাংলাদেশে সাওল হার্ট সেন্টার লিমিটেডের তৃতীয় শাখা, আর সিলেটের প্রথম শাখা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় নগরের মীরবক্সটুলা এলাকার খয়রুন ভবনের দ্বিতীয় তলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটি উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও সিলেট বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. আজিজুর রহমান রোমান। 

স্বাগত বক্তব্য দেন, সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, ডা. এ কে এম জিয়াউল হক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, ‘সুস্থ থাকতে হলে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। সে জায়গায় সাওল কাজ করে আসছে। সাওল কেবল একটি মেডিকেল পদ্ধতি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। তাই সিলেটে সাওলের শাখা উদ্বোধন হওয়ায় আমরা আনন্দিত।’

বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ‘সাওলের নতুন শাখা আমাদের জন্য আনন্দের। বর্তমানে আমরা ওষুধের উপর বেশি নির্ভরশীল হয়ে গেছি। কিন্তু মেডিকেল সায়েন্স বলে আমাদের যে লাইফস্টাইল আছে তা পরিবর্তন করতে হবে। তাই ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাস বদলাতে হবে। তাতে আমরা সুস্থ থাকব। সাওল এই লাইফস্টাইল পরিবর্তনেই বেশি জোর দিয়ে থাকে। সিলেটে তাদের শাখা উদ্বোধন করায় সিলেটের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাই।’

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহন রায় বলেন, ‘সাওল একটি বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা পদ্ধতি। আমরা রিং ছাড়া, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার সুপরিকল্পিত, পূর্ণাঙ্গ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা দিয়ে থাকি। এক যুগে প্রায় ৪০ হাজার মানুষের চিকিৎসা করেছি আমরা। তবে সাওয়াল ব্যবসায়িক উদ্দেশে গঠিত হয়নি। আমার চাই দেশের নাগরিক যাতে তাদের লাইফস্টাইল পরিবর্তন করে সুস্থ জীবনযাপন করতে পারেন। সিলেটের অনেক রোগী দীর্ঘদিন ধরে এখানে শাখা খোলার অনুরোধ করছিলেন। সিলেটে শাখার কার্যক্রম শুরু করতে পেরে আমরা আনন্দিত।’ তিনি বলেন, ‘ সাওল চিকিৎসা পদ্ধতির সঙ্গে প্রচলিত অ্যালোপ্যাথি চিকিৎসা কোনোভাবেই সাংঘর্ষিক নয়। বরং একে অপরের পরিপূরক।’

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সিলেট শাখা উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান, সাওল হার্ট সেন্টার, ভারতের প্রতিষ্ঠাতা ডা. বিমল ছাজেড়। চিকিৎসা কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে বলে সাওল হার্ট সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এনএইচ/বিএ-১০