ওসমানীনগরে চুরি হওয়া মালামালসহ আটক ৩

ওসমানীনগর প্রতিনিধি


জানুয়ারি ২৪, ২০২১
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২১
১০:৪২ অপরাহ্ন



ওসমানীনগরে চুরি হওয়া মালামালসহ আটক ৩

সিলেটের ওসমানীনগরে চুরি হওয়া মালামালসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ব্যবসায়ীরা। আটককৃতরা হলেন- উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাশ গ্রামের দেলোয়ার আলীর ছেলে ফয়ছল আহমদ (২৭), একই ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে জুরন আলী (২৭) ও সুনামগঞ্জের বাধনপাড়া এলাকার (বর্তমানে ওসমানীনগরের উছমানপুরের বাসিন্দা) আব্দুর রহিমের ছেলে আব্দুল জলিল (২২)।

জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার তাজপুর বাজারে এক সঙ্গে ৩টি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাজপুর বাজারের ফারুক মিয়ার কলোনির পেছন থেকে চুরি হওয়া মালামালসহ ৩ জনকে হাতেনাতে আটক করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরবর্তীতে তাজপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমদের জিজ্ঞাসাবাদে ধৃতরা শুক্রবার রাতে দোকানে চুরির সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করলে তাদের লিশের নিকট সোপর্দ করা হয়।

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মা ভেরাইটিজ স্টোর) মালিক দিদার হোসেন উক্ত ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আজ রবিবার দুপুরে সিলেটের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

ইউডি/আরআর-০৫