সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২১
০৬:৫৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২১
০৬:৫৯ অপরাহ্ন
কয়েক যুগ ধরে বাস করার পরেও আরব দেশগুলোতে নাগরিকত্ব পান না কোনো বিদেশি। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে দেশটি।
আলজাজিরা জানায়, শনিবার আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেন।
এ সংক্রান্ত আইন সংশোধন করেছে আমিরাত সরকার। করোনা মহামারিতে উপসাগরীয় কোনো দেশে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা হচ্ছে।
শেখ মোহাম্মদ বলেন বলেন, ‘নতুন আইন সংশোধনীর আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন।’
তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় কারা নাগরিকত্ব পাবেন সেটা চূড়ান্ত করবে আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আদালত এবং নির্বাহী পরিষদ।’
আমিরাতের পাসপোর্ট গ্রহণকারীরা নিজ নিজ দেশের নাগরিকত্বও বজায় রাখতে পারবে বলে আরব দেশটির সরকার জানিয়েছে।
দেশটিতে অবস্থানরত মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে নাগরিকত্ব আইনে সংশোধন আনা হয়েছে। এর ফলে আমিরাতে আরও বেশি মেধাবী ও দক্ষ মানুষকে আকৃষ্ট করা সম্ভব হবে।
৯০ লাখ মানুষের দেশ আমিরাতে নাগরিকত্ব পাওয়া বিদেশি নাগরিকের সংখ্যা খুব বেশি নয় বিভিন্ন দেশ থেকে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করছে সেখানে। এর মধ্যে অধিকাংশই দক্ষিণ এশিয়ার। এসব মানুষের মধ্যে অনেকেই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাসিন্দা।
বিএ-০৮