দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী বলেছেন, সুনামগঞ্জের একমাত্র ফসল হলো বোবো ফসল। বোরো ফসলরক্ষায় সরকারের যা যা করণীয় সবই প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। হাওরের বোরো ফসলরক্ষায় পিআইসি কমিটি নির্বাচন থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। চলতি বছরে হাওরের পানি দেরিতে নামার কারণে সার্ভে দেরিতে করা হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সকল পিআইসিকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরোদমে কাজ শুরু হয়েছে। চলতি বছর ফসলরক্ষায় টেকসই বাঁধ নির্মাণ না করলে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা না মেনে কোনো পিআইসি কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো পিআইসিকে ছাড় দেওয়া হবে না। পিআইসিদের প্রথম বিল প্রদান করা হয়েছে। বাঁধ আপনাদের, কাজও আপনাদের। তাই এখন থেকে বাঁধের কাজে মনিটরিং ও তদারকির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য তাগিদ প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৬ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি'র হলরুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওরসমূহের বাঁধের মেরামত প্রকল্পের ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে পিআইসি সভাপতি ও সদস্য সচিবদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং কমিটির সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, গোলাম মো. সাজ্জাদ, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, সাংবাদিক সোহেল তালুকদার, পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য সাইদুর রহমান, আবুল হাসানাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহুর আলী প্রমুখ।
এসটি/আরআর-০২