সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৬:১৮ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৬:১৮ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারান্তরীণের তিন বছর পূরণের দিনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ সোমবার বিকেল ৩টায় নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসূচিকে সফল করতে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্হবায়কয়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।
বিএ-০৩