জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৪:৩৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১
০৪:৪৫ অপরাহ্ন



জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ৩০ সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্প।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী টোকিওর কাছাকাছি এ ভূমিকম্প অনুভুত হয়। এতে শতাধিক লোক আহত হয়েছেন।

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে ফুকুসিমা প্রদেশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

ভূমিকম্পের পরপরই উত্তরপূর্বাঞ্চলের লাখ লাখ ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল, রোববার সকালের মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফিরে আসে। 

বেশ কয়েক হাজার বাড়ি পানিশূন্য হয়ে পড়ে, বিভিন্ন এলাকায় পানিবাহী ট্যাংক লরি পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়, পানি সংগ্রহের জন্য স্থানীয় বাসিন্দারা প্লাস্টিকের জগ নিয়ে লাইন ধরেন।

বি এন-৪