অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ধর্ষণ, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৬, ২০২১
০২:৪৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০২:৪৮ অপরাহ্ন



অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ধর্ষণ, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

পার্লামেন্টে এক নারী উপদেষ্টা ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ব্রিটেনি হিগিন্স নামে ওই রাজনৈতিক উপদেষ্টা অভিযোগ করেন, ২০১৯ সালে এক উচ্চপদস্থ কর্মকর্তা পার্লামেন্টে এক মন্ত্রীর রুমে তাকে ধর্ষণ করে।

সেই ঘটনার পর ভয়ে তিনি চাকরি ছেড়ে দেন এবং মন্ত্রী থেকেও তেমন সহায়তা পাননি বলে অভিযোগ করেন ২৬ বছর বয়সী হিগিন্স।

সোমবার এক টিভি সাক্ষাৎকারে তিনি জানান, তার প্রতি যে আচরণ করা হয়েছে তাতে তিনি ক্ষুব্ধ।

বিবিসি জানায়, এ অভিযোগকে সরকার যেভাবে দেখেছে, তা নিয়ে ক্ষমা চান মরিসন। ঘটনাটির নতুন করে পুলিশি তদন্ত হচ্ছে বলে তিনি জানান।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জানান, এ ঘটনায় তিনি আহত হয়েছেন। পার্লামেন্টের পরিবেশ ও সংস্কৃতি নিয়ে পর্যালোচনা করার জন্য আহ্বান করেন তিনি।

মঙ্গলবার ক্যানবেরায় সাংবাদিকদের মরিসন বলেন, ‘আমি আশা করি হিগিন্সের এ অভিযোগ আমাদের সবার জেগে উঠার ডাক।’

পররাষ্ট্র মন্ত্রী লিন্ডা রিনোল্ডসের অফিসে কর্মরত ছিলেন হিগিন্স। সহকর্মীদের সঙ্গে মদ্যপান করে বেসামাল হয়ে পড়েছিলেন তিনি। অভিযুক্ত ব্যক্তি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে পার্লামেন্টের অফিসে নিয়ে যায়। সে সময় ধর্ষণের শিকার হন তিনি।

বিএ-০৯