ভারতে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩৭

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৯:১৫ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৯:১৫ অপরাহ্ন



ভারতে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৩৭

ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ৩৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (ফেব্রুয়ারি) সকালে রাজ্যের সিধি জেলায় সাতনা গ্রামে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায় বাসটি। সেসময় বাসে অন্তত ৫৪ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে রাজ্যের মন্ত্রী তুলসী সিলাওয়াত জানান। জেলা প্রশাসক জানান, মৃতদের মধ্যে এক শিশুও আছে।

এখন পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের সামনে বাসটি খালে পড়ে ডুবতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই পানির নিচে তলিয়ে যায় সেটি।

স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও প্রশাসন। বন্ধ করা হয় বানগঙ্গা প্রকল্পের পানির প্রবাহ। এর ফলে নামতে শুরু করে খালের পানি। এরপর ভেসে ওঠে সেই বাস। তখন উদ্ধারকাজ শুরু হয়। খালের ২০ কি.মি. এলাকা জুড়ে তল্লাশি চালায় উদ্ধারকারী দল।

এই ঘটনায় বিজেপির একটা কর্মসূচি বাতিল করেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা ছিল।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবার পিছু ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

তিনি টুইটে লেখেন, ‘রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং জেলা প্রশাসনের বিশেষ বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। প্রধানমন্ত্রী ফোন করে সমবেদনা জানিয়েছেন।’

বিএ-১৩