সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৫:১৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৫:১৭ পূর্বাহ্ন
মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের করোনার টিকা প্রযুক্তি চুরির চেষ্টা করেছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বিবিসি।
ফাইজারের টিকা প্রযুক্তিতে সাইবার হামলা চালায় উত্তর কোরিয়া। তবে পুরো ঘটনা কী ঘটেছে, কোনো তথ্য চুরি হয়েছে কী না সে বিষয়ে স্পষ্ট কিছু জায়নি।
স্থানীয় সংবাদ সংস্থা ইওনহাফ সূত্রে জানা যায়, ফাইজারের টিকা চুরির চেষ্টার এ ঘটনা নিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির আইনপ্রণেতাদের ব্রিফ করে।
তবে বিষয়টি নিয়ে ফাইজারের কাছে যোগাযোগ করা হলে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর মধ্যে সামনের সপ্তাহগুলোতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ২০ লাখ ডোজ পেতে যাচ্ছে উত্তর কোরিয়া।
চীন থেকে করোনা সংক্রমণের পর গত বছরের জানুয়ারিতে সীমান্ত বন্ধ করে দেয় দেশটি।
গত নভেম্বরে মাইক্রোসফট অভিযোগ করে, ফাইজারসহ অন্তত নয়টি স্বাস্থ্য সংস্থাকে লক্ষ্যবস্তু করে উত্তর কোরিয়া ও রাশিয়ার হ্যাকাররা।
তবে ক্রেমলিন অন্য দেশের টিকা গবেষণাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে।
যখন হ্যাকের অনেক প্রচেষ্টা ব্যর্থ হয় তখন মাইক্রোসফট সতর্ক করে যে, কিছু ক্ষেত্রে সফল হয় হ্যাকাররা।
বিএ-১৮