করোনায় আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়াল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৭, ২০২১
০১:০৫ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০১:০৫ অপরাহ্ন



করোনায় আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়াল

মহামারি করোনাভাইরাসে বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে গেছে। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৩২ হাজার ৩৬২ জন এবং মৃতের সংখ্যা ২৪ লাখ ২৯ হাজার ৭০৭ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৮ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ১৪৮ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০। মারা গেছেন ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ১০৬। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪৯ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ২১ হাজার ৯৮১। মারা গেছেন ২ লাখ ৪০ হাজার ৯৮৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

বিএ-০২