সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২১
১২:১১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১
১২:৩১ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বর্তমান আওয়ামী বাকশালী সরকারের পতন ঘঠাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সরকারী ষড়যন্ত্র গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর মাধ্যমে জবাব দিতে হবে।’
তিনি সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের একটি হোটেলে সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনিপর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহসভাপতি অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউর গনি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েছ লোদী, জিয়াউল হক, আব্দুর রহিম, ডা. নাজমুল হোসেন, সামিয়া বেগম চৌধুরী, নিহার রঞ্জন দে, বাপ্পু সেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আলী হোসেন বাচ্চু, হুমায়ুন আহমদ মাশুক, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সৈয়দ তৌফিকুল হাদী, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
তিনি বলেন, আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএ-১৫