বিশ্বে মৃত্যু ২৫ লাখ ছাড়িয়েছে

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২১
১২:২৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
১২:২৯ অপরাহ্ন



বিশ্বে মৃত্যু ২৫ লাখ ছাড়িয়েছে

করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১১ কোটিরও বেশি। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়েসাইটটি জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত  করোনায় মারা গেছেন ২৫ লাখ ৮ হাজার ৯১৩ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩১ লাখ ৬৯৭ জন।

বর্তমানে সংক্রমণে আছেন ২ কোটি ১৮ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছে ৯ কোটি ১২ লাখের বেশি।

করোনা সংক্রমণে শীর্ষ দশ দেশে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক এবং জার্মানি।

এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছে ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন, আক্রান্ত ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩। ভারতে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২।

আক্রান্তের দিক থেকে তৃতীয় হলেও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন,  মারা গেছে ২ লাখ ৫০ হাজার ৭৯ জন।

এ দিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশে করোনায় ৮ হাজার ৩৭৯ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জনে।

বিএ-১১