ভারতের এক স্কুলের ২২৫ শিক্ষার্থীর করোনা শনাক্ত

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৬, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন



ভারতের এক স্কুলের ২২৫ শিক্ষার্থীর করোনা শনাক্ত

মহামারির বিরুদ্ধে লড়াইরত ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের একটি স্কুলের হোস্টেলে ২২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একসঙ্গে চার শিক্ষক ও ২২৫ শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর প্রদেশের ওয়াশিম জেলার ওই স্কুলকে সংক্রমণ এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিম জেলার ভাইদারবা অঞ্চলের ওই স্কুলে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীদের বেশিরভাগই আমরাবতি ও ইয়াভাতমাল জেলার। সম্প্রতি এই দুই জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৪ ফেব্রুয়ারি স্কুলের হোস্টেল খুলে দেওয়া হয়। এর কয়েকদিন পর পরীক্ষায় ২১ জন শিক্ষার্থীর করোনাভাইরাস শনাক্ত হয়।

চলতি সপ্তাহের শুরুর দিকে মহারাষ্ট্রের লাতুল জেলার অন্য একটি স্কুলের হোস্টেলের ৩৯ শিক্ষার্থী ও পাঁচ কর্মচারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বুধবার ভারতের এই রাজ্যে নতুন করে ৮ হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে; যা গত চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। একই দিনে এই ভাইরাসে ৮০ জনের প্রাণহানি ঘটেছে।

আরসি-০৭