সিলেট মিরর ডেস্ক
                        ফেব্রুয়ারি ২৬, ২০২১
                        
                        ০৭:৪৫ অপরাহ্ন
                        	
                        আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
                        
                        ০৭:৪৫ অপরাহ্ন
                             	
 
                        
             
    বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় জানা যায়নি।
হতাহতদের উদ্ধারকাজে অংশ নেওয়া বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রতন হোসেন জানান, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী শাওন পরিবহনের বাসটি মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন মারা যান। গুরুতর আহত এক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, লাশ চারটি শেরপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। বাসের চালকও ওই থানায় আটক রয়েছেন।
বিএ-০৮