সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২১
১০:২৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
১০:২৭ অপরাহ্ন
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা এলাকার একটি স্কুলের হোস্টেল থেকে ৩ শতাধিক ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
শুক্রবার বন্দুকধারীদের অভিযানের পর এসব ছাত্রী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শুক্রবার সকালের দিকে অনির্দিষ্টসংখ্যাক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী দস্যুরা। তবে এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।
সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলছেন, শিক্ষার্থীদের মাথা গণনার পর ৩ শতাধিক শিক্ষার্থীর হিসাব মিলছে না।
এর আগে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আফ্রিকান দেশটিতে দ্বিতীয় বারের মতো গণঅপহরণের ঘটনা ঘটেছে।
বি এন-০৬