সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন
নাইজেরিয়ার জামফারা প্রদেশের একটি স্কুল হোস্টেল থেকে কয়েক’শ ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। একজন শিক্ষক এবং একজন অভিভাবক এএফপিকে জানিয়েছেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গণঅপহরণের দ্বিতীয় ঘটনা এটি।
প্রদেশটির তথ্য কমিশনার সুলায়মান তানাউ আনকা রয়টার্সকে বলেছেন, ‘ঠিক কত বাচ্চাকে তুলে নেওয়া হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’
‘অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করতে করতে হোস্টেলে ঢুকে মেয়েদের নিয়ে যায়,’ জানিয়ে আনকা বলেন, ‘তারা গাড়িতে এসেছিল বলে তথ্য পেয়েছি। নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।’
নিজের নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানিয়েছেন, ‘কমপক্ষে ৩০০ মেয়েকে তুলে নেওয়া হয়েছে।’
এক অভিভাবক জানিয়েছেন, তার দুই মেয়েকে খুঁজে পাচ্ছেন না। তাদের বয়স ১০ এবং ১৩।
স্থানীয়দের উদ্ধৃত করে আল-জাজিরা লিখেছে, বন্দুকধারীরা রাতে বালিকা বিদ্যালয়টির হোস্টেলে হানা দেয়। কয়েক ঘণ্টা ধরে তারা তল্লাশি চালিয়ে মেয়েদের তুলে নেয়।
গত সপ্তাহে একইভাবে বন্দুকধারীরা ৪২ জনকে হত্যা করে। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী ছিলেন।
গত ডিসেম্বরে অপহরণ করা হয় ৩০০ ছাত্রকে। পরে সরকার অপহরণকারীদের সঙ্গে আপস করে তাদের মুক্তির ব্যবস্থা করে।
বিএ-১১