আবারও এশিয়ার শীর্ষে আম্বানি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৭, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন



আবারও এশিয়ার শীর্ষে আম্বানি

এশিয়ার শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সর দেওয়া তথ্য মতে, আম্বানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ হাজার ২০০ কোটি ডলার।

দ্বিতীয় স্থানে থাকা চীনা ধনকুবের ঝং শানশানের সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৬০০ কোটি ডলার।

এর আগে টানা দু’বছর এশিয়ার শীর্ষ ধনী ছিলেন আম্বানি। তাকে সিংহাসনচ্যুত করেন আলিবাবার মালিক চীনা ধনকুবের জ্যাক মা। এরপর আর সেই শীর্ষস্থান ফিরে পাননি আম্বানি। অবশেষে ফের সেই মসনদে ফিরলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় গত আগস্টেও ৪ নম্বরে ছিলেন মুকেশ।

বি এন-০২