জুড়ীতে অভাবের তাড়নায় কিশোরীর 'আত্মহত্যা'

মৌলভীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন



জুড়ীতে অভাবের তাড়নায় কিশোরীর 'আত্মহত্যা'

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নাহিদা বেগম (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাছিরপুর এলাকার আমতৈল গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাহিদা বেগম আমতৈল এলাকার আব্দুল জব্বারের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। পরে পরিবারে অভাবের কারণে আর পড়ালেখা করতে পারেনি।  

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে ঘরের তীরের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা ডাকাডাকি করে না পেয়ে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় লাশ নামিয়ে আনেন তারা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জুড়ী থানার এসআই বাদল জানান, তাদের সংসার অভাব-অনটনের। বাবা দিনমজুর। পুলিশের ধারণা অভাব-অনটনের কারনেই মেয়েটি আত্মহত্যা করেছে। তার এক ভাই রয়েছে, যে মানসিক ভারসাম্যহীন। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এসএইচ/আরআর-০২