বড়লেখা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৪:০২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় এক মার্কিন নাগরিকের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জামিল আহমদকে (৩০) রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মুঠোফোনটি পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা থানার পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জামিলকে রতুলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন বিকেলে জামিলকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিল আহমদ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মার্কিন নাগরিক মাইকেল ডেভিস দুবাইয়ে বসবাস করেন। বড়লেখা উপজেলার বাসিন্দা জামিল আহমদ দুবাইয়ে ওই মার্কিন নাগরিকের অধীনে কাজ করতেন। কাজের একপর্যায়ে ডেভিসের সঙ্গে জামিলের বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে জামিল আহমদ হোয়াটসঅ্যাপ, টেলিফোন, ই-মেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মার্কিন নাগরিকের নামে অপপ্রচার করতে থাকেন। বিভিন্নভাবে ওই ব্যক্তির মান-মর্যাদা ক্ষুন্ন করায় বাধ্য হয়ে তিনি তাকে ৪০ হাজার মার্কিন ডলার প্রদান করে আপস করেন। ওইসময় জামিল আহমদ লিখিতভাবে অঙ্গীকার করেন, তিনি ভবিষ্যতে মাইকেল ডেভিসকে কোনো প্রকার বিরক্ত ও ব্ল্যাকমেইল করবেন না।
কিন্ত গতবছরের ৫ জানুয়ারি জামিল বাংলাদেশে আসার পর পুনরায় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য লিখে তা পোস্ট করতে থাকেন। এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখ প্রতারণার মাধ্যমে মার্কিন নাগরিকের কাছ থেকে টাকা আদায় করেন জামিল। এ অবস্থায় নিরুপায় হয়ে মার্কিন নাগরিক বাংলাদেশি একজন আইনজীবীকে প্রতিনিধি নিয়োগ করে ডিজিটাল নিরাপত্তা আইনে গত বৃহস্পতিবার (২৫ ফ্রেব্রুয়ারি) বড়লেখা থানায় জামিল আহমদের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী মার্কিন নাগরিকের ক্ষমতাপ্রাপ্ত হয়ে ঢাকার পল্টন এলাকার অ্যাডভোকেট মারুফ হাসান এ মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে ওইদিনই বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জামিলকে তরতুলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার শনিবার বিকেলে জানান, একজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নানা মাধ্যমে অপপ্রচার ও প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের ঘটনায় ওই নাগরিকের নিযুক্ত আইনজীবীর মামলায় জামিল আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হচ্ছে। এছাড়া জামিল আহমদের জব্দ করা মোবাইল ফোন পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হবে।
এজে/আরআর-০৭