সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৩, ২০২১
০৭:২৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৩, ২০২১
০৭:২৪ অপরাহ্ন
চলতি বছর পবিত্র হজ পালন করতে হলে করোনাভাইরাসের টিকা নিতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এই তথ্য জানিয়েছে।
সৌদির ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যারা করোনার টিকা নেবেন, এবার শুধু তারাই পবিত্র হজ পালন করতে পারবেন।
সরকারি পরিপত্রে বলা হয়, যারা এবার পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে আসতে চান, তাদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। ২০২১ সালে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে অনুমোদন (পারমিট) পাওয়ার ক্ষেত্রে করোনার টিকা নেওয়ার বিষয়টি অন্যতম প্রধান শর্ত হিসেবে গণ্য হবে।
এর আগে করোনা মহামারীর কারণে ২০২০ সালে সৌদিতে অবস্থানরত স্বল্পসংখ্যক দেশি-বিদেশি মুসল্লি নিয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজ পালিত হয়।
প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। বাংলাদেশ থেকে প্রায় এক লাখ মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।
বিএ-০৯