সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৩, ২০২১
১০:৩৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৩, ২০২১
১০:৩৬ অপরাহ্ন
আফগানিস্তানে তিন নারী সংবাদকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সংঘাতপূর্ণ দেশটিতে এটি আরেকটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
নিহত সংবাদকর্মীদের টিভি নেটওয়ার্ক হত্যাকাণ্ডের এ কথা জানিয়েছে।
আফগানিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক গুপ্তহত্যার শিকার ব্যক্তিরা হচ্ছেন সাংবাদিক, ধর্মীয় পণ্ডিত, মানবাধিকার কর্মী ও বিচারকরা।
এ ধরনের গুপ্তহত্যার ভয়ে অনেকে বাধ্য হয়ে লুকিয়ে থাকছেন, আবার অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
আফগান সরকার ও তালেবানের মধ্যে গত বছর শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকে গুপ্তহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ইনিকাস টিভির পরিচালক জালমাই লতিফি বলেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ নগরীতে দু’টি পৃথক হামলায় মঙ্গলবারের এ নিহতের ঘটে। এ তিন নারী ওই টিভি চ্যানেলে কর্মরত ছিলেন।
লতিফি বলেন, অফিস থেকে বাসায় যাওয়ার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, তারা সকলে এ সম্প্রচার কেন্দ্রে ডাবিং বিভাগে কাজ করতেন।
নানগারহরের প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র জহির আদেল এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় ইসলামিক স্টেট গ্রুপ শাখা জানায়, তাদের বন্দুকধারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তারা জানায়, আফগান সরকারের অনুগত টিভি চ্যানেলগুলোর একটিতে কাজ করায় এসব নারী সাংবাদিককে হত্যা করা হয়।
আফগান ও মার্কিন কর্মকর্তারা এ সহিংসতার জন্য তালেবানকে দায়ী করলেও এ গ্রুপ এমন অভিযোগ প্রত্যাখান করেছে।
তালেবান মুখপাত্র মঙ্গলবারের হত্যাকাণ্ডে এ গ্রুপের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বি এন-০৫