শ্রীমঙ্গলে ‘বঙ্গবন্ধু ম্যারাথন’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ০৩, ২০২১
০৬:০৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২১
০৬:০৭ অপরাহ্ন



শ্রীমঙ্গলে ‘বঙ্গবন্ধু ম্যারাথন’ অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে ৫ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১’ অনুষ্টিত হয়েছে।

বুধবার (৩ মার্চ) সকাল পোনে ৮টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠ হতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর ৫ কি.মি. ম্যারাথন দৌড় অনুষ্টিত হয়। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ম্যারাথন দৌড় এর শুভ সুচনা করেন। 

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এই ইভেন্ট একটা মাইলফলক হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ মাজহার, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ বর্ধন, মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগীতায় এই ম্যারাথনে দৌড় প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শ্রীমঙ্গল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৫০০ জন নারী-পুরুষ  অংশগ্রহণ করছেন।

দৌড়বিদরা উপজেলা পরিষদ মাঠ থেকে দৌড় শুরু করে গুহ রোড, কলেজ রোড, ভাড়াউড়া চা-বাগান, বি টি আর আই রাস্তার মোড় ঘুরে ভানুগাছ রোড হয়ে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

জি কে/বি এন-১০