কমলগঞ্জ প্রতিনিধি
মার্চ ০৫, ২০২১
১০:৩৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৫, ২০২১
১১:১৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সিটি লভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভর্তি করাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করলে এক সিএনজি অটো চালকের মৃত্যু হয়।
নিহত সিএনজি অটো চালক জলিল মিয়া(২৬) আলীনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে। সে এক সন্তানের জনক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ মার্চ ) রাত ১১টায়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সিএনজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় সিএনজি অটো চালক জলিল মিয়া (২৬)।
এ নিয়ে গ্যাস ভর্তি করতে আসা কারের মালিক কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি সাথে সিএনজি অটো চালক জলিলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
হাতাহাতির এক পর্যায়ে সিএনজি অটো চালক জলিলকে উপর্যপরিভাবে ছুরিকাঘাত করে। এসময় ভাইকে বাঁচাতে আসা কাশেম মিয়াকেও মারধর করা হয়।
ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় অটো চালক জলিল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, অটো চালকের দেহে অসংখ্য ছুরিকাঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক।
এস ডি/বি এন-০৬