বড়লেখায় শতাধিক বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

বড়লেখা প্রতিনিধি


মার্চ ০৬, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন



বড়লেখায় শতাধিক বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

মৌলভীবাজারের বড়লেখায় ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের মৃত আফতাব আলীর ছেলে কামাল হোসেন (৩৫) ও সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের এনাম উদ্দিনের ছেলে সায়েদ আহমদ (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এ সময় কামাল হোসেন ও সায়েদ আহমদকে ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার (৫ মার্চ) দুপুরে বলেন, ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

এজে/আরআর-০৪