শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ০৮, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক এই ৭ মার্চ পালন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রস্তুতিতে আনন্দ উদযাপন করা হয়। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার কুমোদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, নারী ইউপি সদস্য রাবেয়া বেগম প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক,  শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, থানা পুলিশের অন্যান্য সদস্য, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

জিকে/আরআর-০২