কমলগঞ্জ প্রতিনিধি
মার্চ ০৮, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশার চালক মুক্তিযোদ্ধা সন্তান জলিল মিয়া নিহত হওয়ার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী বলেন, 'অটোরিকশাচালক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে আলম হোসেনকে (৩৫) শনিবার রাত পৌনে ৮টার দিকে ভানুগাছ রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।'
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, 'গত শুক্রবার রাতে নিহত অটোরিকশাচালক জলিল মিয়ার বড় ভাই খলিল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় আসামি আলম হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ মামলায় আসামি করা হয়েছে কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া শফিকে। তার সঙ্গে পর্যায়ক্রমে আসামি হিসেবে রয়েছেন সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফির ছোট ভাই জেলা যুবদলের নেতা গোলাম রব্বানী তৈমুর, আরেক ভাই কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, সাইফুর রহমান ও আলম হোসেনকে। এছাড়া আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি রয়েছে।
এদিকে রবিবার বিকেলে নিহত অটোরিকশাচালক আব্দুল জলিলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া ওরফে লাল মিয়ার হাতে নগদ ২০ হাজার টাকা সাহায্য প্রদান করেন। উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি মুক্তিযোদ্ধার সন্তান অটোরিকশাচালককে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (চেয়ারম্যান) প্রমুখ।
এসডি/আরআর-০৭