কমলগঞ্জ প্রতিনিধি
মার্চ ০৮, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। রবিবার (৭ মার্চ) দুপুরে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে ৪০০ জন ভাতাভোগীর মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাই টিভি'র মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কান্তি দে, আওয়ামীলীগ নেতা আশিদ আলী, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম (মুহিন), ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ছাদ আলী, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুর রহমান বুলু, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বখতিয়ার খাঁন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার (ক্যাশ) নৃপতি রঞ্জন, সিনিয়র আইটি অফিসার তোফাজ্জল হোসেন, অফিসার শুভ্র সাহা প্রমুখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের ভাতাভোগী, সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভাতা বিতরণের আগে সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপস্থিত অতিথিদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এসডি/আরআর-০৮