ছয় বাম ছাত্রনেতার জামিন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৮, ২০২১
০৩:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২১
০৩:৪৩ পূর্বাহ্ন



ছয় বাম ছাত্রনেতার জামিন

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে মশাল মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার ছয় বাম ছাত্রনেতা জামিন পেয়েছেন।

তারা হলেন তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। এদের মধ্যে আরাফাত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত। বাকিরা ছাত্র ইউনিয়ননেতা।

রবিবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। এএসএম তানজিমুর রহমান নামের আরেকজনের পক্ষে জামিনের আবেদন করা হয়নি।

আদালতে আসামিদের পক্ষে জামিন শুনানি করেন ইমতিয়াজ আহমেদ, সোহেল আহমেদ ও নুরুদ্দিন।

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মশাল মিছিল করে বামপন্থি কয়েকটি ছাত্র সংগঠন। টিএসসি থেকে মিছিলটি শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিল। সেখানে পৌঁছানোর আগেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এই সাতজনকে আটক করে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করে পুলিশ।

আরসি-০৬