সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৮, ২০২১
০৯:১১ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২১
০৯:১৩ অপরাহ্ন
কিছুতেই করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের লাগাম টেনে ধরতে পারছে না ব্রাজিল। দৈনিক সংক্রমণে দেশটি এখন বিশ্বে শীর্ষে অবস্থান করছে।
ওয়ার্ল্ডো মিটারের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৮০ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১ হাজার ৫৪ জন।
বৈশ্বিক মোট সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে শনাক্ত ১ কোটি ১০ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২ লাখ সাড়ে ৬৫ হাজার যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৪২ হাজার শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে মারা গেছে ৭১৬ জন।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত ২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩৮ জন।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১১ কোটি ৭৪ লাখ সাড়ে ৫৯ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ২৬ লাখ ৫ হাজার ৬৩৭ জন। সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ২৯ লাখ ৭০ হাজারের বেশি রোগী।
বি এন-০৪