বড়লেখা প্রতিনিধি
মার্চ ০৯, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা স্কাউটের যুগ্ম-সম্পাদক শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।
এজে/আরআর-০৮