শ্রীমঙ্গল প্রতিনিধি
মার্চ ০৯, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক মহসিন অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার এবং পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
তিনটি প্রকল্পের আওতায় বাস্তবায়িত অডিটোরিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এছাড়া সাড়ে ১০কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।
সোমবার (৮ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, ছালিক আহমদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন শাহীন প্রমুখ।
জিকে/আরআর-১৩