শ্রীমঙ্গল প্রতিনিধি
মার্চ ০৯, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাদক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুস শহীদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সারা বিশ্বে নারীদের জন্য দৃষ্টান্ত। একজন নারী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেসার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার ও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা, স্কুলশিক্ষিকা, নারীনেত্রী এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন হারে ১৮ জন নারীকে আর্থিক ঋণ প্রদান করা হয়।
জিকে/আরআর-১৪