বড়লেখায় রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি


মার্চ ১১, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন



বড়লেখায় রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলভিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, রান্নাঘরে শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, পুরোনো মুখরোচক খাবার গ্রিল কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিক্রয়ের উদ্দেশে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অনিয়মের দায়ে আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

 

এজে/আরআর-০৩