কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি


মার্চ ১১, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন



কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ, কমলগঞ্জ এ সভার আয়োজন করে।

কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হেদায়েত উল্ল্যা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, হিড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী, প্রভাষক শাহাজান মানিক, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের উপজেলা পুষ্টি অফিসার এ বি এম মেয়াজ্জেম হোসেন। আলোচনার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। বাংলাদেশ জাতীয় পুষ্টি কর্মকাণ্ড বাস্তবায়নে সূচনার ভূমিকা ও পুষ্টি ঘাটতি পূরণসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এসডি/আরআর-০৮