রাজনগর প্রতিনিধি
মার্চ ১৩, ২০২১
০৬:১৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২১
০৬:১৯ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। শনিবার (১৩ মার্চ) দিবাগতরাত সাড়ে ১২টার দিকে উপজেলার কর্নিগ্রাম নামক এলাকা থেকে লক্ষন পাল (৩৫) নামে ব্যবসায়ী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষন পাল শ্রীমঙ্গল এলাকার ব্যবসায়ি। কলেজ রোডে একটি বাসা বাড়া নিয়ে থাকতেন। মৃতের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজনগরের পাচগাঁও এলাকা থেকে ঐ ব্যবসায়ী টাকা-পয়সা নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরি আঘাত করে হত্যা করতে পারে বলে পুলিশের ধারণা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাস্তার পাশে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।
আরসি-০১