সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৫, ২০২১
০৬:৪০ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২১
০৬:৪০ অপরাহ্ন
সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার শঙ্কায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম স্থগিত করল নেদারল্যান্ডস।
ডাচ সরকার জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে ২৯ মার্চ পর্যন্ত তারা কার্যক্রম বন্ধ রাখবে।
ব্লাড ক্লট বা রক্ত জমাটবদ্ধতার শঙ্কায় এর আগে আয়ারল্যান্ডে ভ্যাকসিনটির কার্যক্রম স্থগিত করা হয়। নরওয়েতে কয়েক জন প্রাপ্ত বয়স্ক ব্লাড ক্লটের সমস্যায় পড়ার পর এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে ব্লাড ক্লটের সম্পর্ক নেই।
ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৫০ লাখ মানুষ টিকাটি নিয়েছেন। এর মধ্যে ৩০ জনের ব্লাড ক্লটের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। তবে বাংলাদেশে এমন নজির পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বলছে, অক্সফোর্ডের ভ্যাকসিনে ব্লাড ক্লটের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভ্যাকসিনটি বরং এই সমস্যা থেকে মুক্তি দেয়।
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের ট্রায়ালে সুরক্ষার বিষয়টি ব্যাপক পরিসরে গবেষণা করা হয়েছে।
ডাচ সরকার বিবৃতিতে বলেছে, ‘আমরা সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি। ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কার অবকাশ রাখতে চাই না। ‘সবকিছু যে ঠিক আছে, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। তাই স্থগিত করাই এখন বুদ্ধিমানের কাজ।’
নেদারল্যান্ডস ১২ মিলিয়ন ডোজ প্রি-অর্ডার দিয়েছে। দুই সপ্তাহের মধ্যে ৩ লাখ ডোজ দেশটিতে পৌঁছানোর কথা।
আরসি-০৩